বরিশালে মধ্যরাতে সাদিক অনুসারীদের মিছিল, ভাইরাল ভিডিও

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
বরিশাল নগরীতে বুধবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে আওয়ামী লীগের পক্ষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজা বাহাদুর সড়কে আয়োজিত এই মিছিলে অংশ নেয় একদল যুবক, যারা মহানগর আওয়ামী লীগের ব্যানার বহন করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
ভিডিও বিশ্লেষণে দেখা যায়, মিছিলকারীর সংখ্যা ছিল আনুমানিক ১৫ জন। তবে মিছিলে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগের কোনো শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন না। জানা গেছে, অংশগ্রহণকারীরা ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।
মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে শ্লোগান দেওয়ার পাশাপাশি ‘বরিশালের মাটি—সাদিক আব্দুল্লাহ ঘাঁটি’ স্লোগান দেন। মিছিলের ব্যানারে দেখা যায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ এবং তার বাবা, জেলা আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহর ছবি।
উল্লেখ্য, মিছিলটি অনুষ্ঠিত হয় বরিশাল জেলা ও বিভাগীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের আবাসিক এলাকা রাজা বাহাদুর সড়কে। এই এলাকায় বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসকসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বসবাস করেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে হাসানাত-সাদিক গ্রুপের বিরোধী একটি গ্রুপ মহানগর রাজনীতিতে সক্রিয় ছিল, যার নেতৃত্বে ছিলেন হাসানাতের ভাই ও সাবেক সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ এবং সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ওই গ্রুপ কোনো মিছিল বা কর্মসূচি পালন করেনি। অন্যদিকে, সাদিক অনুসারীরা গত রমজান মাসের আগেও মধ্যরাতে অন্তত তিনবার মিছিল করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫