|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ জানুয়ারি ২০২৪ ০২:২৪ অপরাহ্ণ

আগামী ৭ জানুয়ারি নির্বাচনের আগে রাজধানীতে র‍্যাবের নিরাপওা জোরদার


আগামী ৭ জানুয়ারি নির্বাচনের আগে রাজধানীতে র‍্যাবের নিরাপওা জোরদার


গামী ৭ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানীতে র‍্যাবের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনী এলাকা, ভোট কেন্দ্র, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনসমাগমস্থলে র‍্যাবের মোতায়েন বাড়ানো হয়েছে।

র‍্যাব সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব ১০টি ব্যাটালিয়ন মোতায়েন করেছে। এছাড়াও, র‍্যাবের গোয়েন্দা শাখা নির্বাচনী এলাকায় সন্ত্রাসী ও অপরাধীদের তৎপরতা পর্যবেক্ষণ করছে।

নির্বাচনের দিন ভোট কেন্দ্রের বাইরে ও ভিতরে র‍্যাবের সদস্যরা টহল দেবেন। ভোট কেন্দ্রে ভোট দিতে আসা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, "নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য র‍্যাব সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা নির্বাচনী এলাকায় সন্ত্রাসী ও অপরাধীদের তৎপরতা পর্যবেক্ষণ করছি। নির্বাচনের দিন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব।"

র‍্যাব ছাড়াও, পুলিশ, বিজিবি, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫