সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নন: আহ্বায়ক নাহিদ ইসলাম

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে যুক্ত নন বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপির আপত্তির প্রেক্ষিতে এ বিষয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেন তিনি।
শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন নাহিদ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
নাহিদ ইসলাম বলেন, “আসিফ মাহমুদ সজীব ও মাহফুজ আলম গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারের অংশ হয়েছেন। আমিও শুরুতে তাদের সঙ্গে ছিলাম। তারা যদি রাজনীতি বা নির্বাচনে অংশ নিতে চান, তবে তা করতে হলে তাদের সরকার থেকে পদত্যাগ করতে হবে। অথচ উদ্দেশ্যমূলকভাবে তাদের এনসিপির সদস্য হিসেবে তুলে ধরে অপপ্রচার চালানো হচ্ছে, যা মিথ্যা ও বিভ্রান্তিকর।”
তিনি আরও জানান, শহীদ পরিবার, আহতদের পুনর্বাসন, অপরাধীদের বিচার ও কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রম তদারকির জন্যই তারা অন্তর্বর্তী সরকারে যোগ দিয়েছেন। ফলে সরকার থেকে তাদের সরে আসা বা না আসা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেন নাহিদ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫