জেদ্দায় রেড সি উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতল রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত ‘লস্ট ল্যান্ড’
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতেছে রোহিঙ্গাদের জীবনকেন্দ্রিক চলচ্চিত্র ‘লস্ট ল্যান্ড’। এ অর্জনের সঙ্গে সিনেমাটি পেয়েছে নগদ ১ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২২ লাখ টাকা।
ডিসেম্বরের ৪ তারিখ শুরু হওয়া উৎসবটি আজ ‘হিউম্যান টাইড’ তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে শেষ হচ্ছে। তার আগেই গতকাল উৎসব কর্তৃপক্ষ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করে। ১৫টি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে আলোচিত সেরা সিনেমার পুরস্কারটি জিতে নেয় ‘লস্ট ল্যান্ড’, সব প্রতিযোগী চলচ্চিত্রকে পেছনে ফেলে।
জাপান, মালয়েশিয়া, ফ্রান্স ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি পঞ্চম রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়। সিনেমাটি পরিচালনা করেছেন জাপানের তরুণ নির্মাতা আকিও ফুজিমোটো।
‘লস্ট ল্যান্ড’-এ রোহিঙ্গা সংকটের মানবিক দিক তুলে ধরা হয়েছে। গল্পের কেন্দ্রে রয়েছে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া দুই শিশু—৯ বছরের সামিরা ও ৪ বছরের সাফি। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এই ভাই-বোন হারিয়ে ফেলে তাদের পরিচিত জীবন। পরিবারকে খুঁজে পাওয়ার আশায় তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে মালয়েশিয়ার উদ্দেশে বিপজ্জনক যাত্রা শুরু করে—এ নিয়েই এগিয়েছে সিনেমার কাহিনি।
এর আগে চলচ্চিত্রটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তে’ শাখায় প্রদর্শিত হয় এবং সেখানে বিশেষ জুরি পুরস্কার অর্জন করে। দুই শিশুর চরিত্রে অভিনয় করেছে মোহাম্মদ শফিক রিয়াস উদ্দীন ও সোমিরা রিয়াস উদ্দীন।
বাংলাদেশের প্রেক্ষাপটে গল্প নির্মিত হলেও আইএমডিবি সূত্রে জানা গেছে, সিনেমাটির শুটিং হয়েছে থাইল্যান্ডে। আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক স্বীকৃতির মাধ্যমে ‘লস্ট ল্যান্ড’ রোহিঙ্গা সংকটের মানবিক গল্পকে নতুন করে বিশ্বদর্শকের সামনে তুলে ধরছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫