|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ অক্টোবর ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণ

দুর্গাপূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে ৭ বিশেষ ট্রেন


দুর্গাপূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে ৭ বিশেষ ট্রেন


ঢাকা প্রেস-

বার্তাকক্ষ-

 

দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন? তাহলে আপনার জন্য সুখবর! রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে সাতটি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে। ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এই বিশেষ ট্রেনগুলো চলাচল করবে।

দুর্গাপূজার ছুটির সাথে সাপ্তাহিক ছুটি মিলিত হওয়ায় টানা তিন দিনের সরকারি ছুটি পাচ্ছেন কর্মজীবীরা। ফলে কক্সবাজারে পর্যটকের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। এই চাহিদা মেটাতে রেলওয়ে এই বিশেষ ব্যবস্থা নিয়েছে।

 

ঢাকা থেকে কক্সবাজার: ১০ অক্টোবর রাত ১১টায় ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৭টা ৩০ মিনিটে কক্সবাজার পৌঁছাবে।

কক্সবাজার থেকে ঢাকা: ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা ৪০ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে রাত ১০টায় ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে।

 

ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনে ৫১৮টি আসন রয়েছে।

কক্সবাজার থেকে ঢাকামুখী ট্রেনে ৬৩৪টি আসন রয়েছে।

কীভাবে টিকিট পাবেন? ১০ অক্টোবর ঢাকা থেকে কক্সবাজারের রাতের ট্রেনটিতে টিকিটের জন্য রেল ভবনসহ রেলের প্রধান কার্যালয়গুলোতে চাহিদাপত্র ও আবেদন জমা দিতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ে সবসময় যাত্রী চাহিদার কথা বিবেচনায় রেখে ট্রেন পরিচালনা করে। তিন দিনের টানা ছুটির কারণে যাত্রী চাহিদার বিষয়টি প্রাধান্য দিয়ে ঢাকা-কক্সবাজার রুটে মোট সাতটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫