বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে কুয়েতের আহ্বান

ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিতে কুয়েতের প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বঙ্গভবনে কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক এইচ আল আদোয়ানির সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। তিনি কুয়েতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত চমৎকার বলে উল্লেখ করেন।
রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশে প্রচুর দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে। এই জনশক্তি কুয়েতের চলমান উন্নয়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কুয়েত বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ অব্যাহত রেখেছে উল্লেখ করে রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে চলমান দ্বিপক্ষীয় বাণিজ্যে সন্তোষ প্রকাশ করেন। তিনি বাংলাদেশে আরও বিনিয়োগ করতে কুয়েতের বিনিয়োগকারীদের আহ্বান জানান।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, আগামীতে কুয়েত ও বাংলাদেশের মধ্যকার উন্নয়ন অংশীদারিত্ব আরও সম্প্রসারিত হবে।
কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশি জনশক্তি কুয়েতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে জানান, তাদের সরকার বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী। তিনি দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫