|
প্রিন্টের সময়কালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০১ অপরাহ্ণ

সীমান্তে বিএসএফের হাতে আটক ৪ বাংলাদেশি


সীমান্তে বিএসএফের হাতে আটক ৪ বাংলাদেশি


অনলাইন ডেস্ক:-

 

ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে।
 

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফ জানায়, সোনা মসজিদ-মাহাদিপুর সীমান্তের কাছাকাছি গরু পাচারের সময় স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের জওয়ানরা চার বাংলাদেশি নাগরিককে আটক করেন।
 

বিএসএফ জানিয়েছে, পশ্চিমবঙ্গের মালদা জেলার হাবিবপুর থানার ইটাঘাটি বিএসএফ ক্যাম্পের ডিউটিতে থাকা জওয়ানরা ভোরে ঘন কুয়াশার মধ্যে কিছু মানুষকে সীমান্ত পার হয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করতে দেখেন। সতর্ক জওয়ানরা সীমান্তের দিকে এগিয়ে গেলে পাচারকারীরা পালানোর চেষ্টা করেন, তবে গ্রামবাসীদের সহায়তায় তাদের আটক করা হয়।
 

আটককৃতদের মঙ্গলবার মালদার হাবিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতরা বাংলাদেশের নাগরিক এবং অবৈধভাবে গরু পাচারের উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫