খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে মানববন্ধন
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস–২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে একটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য, নারী কল্যাণ সমিতি, জাবারাংসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে “জীবাশ্ম জ্বালানিকে না বলুন” স্লোগানের মাধ্যমে ক্লিন এনার্জির গুরুত্ব তুলে ধরা হয়।

সচেতন নাগরিক কমিটির সদস্য ও জনস্বাস্থ্য কমিটির আহ্বায়ক মো. জহুরুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সনাকের সহ-সভাপতি অংসুই মারমা, তৃণমূল উন্নয়ন সংস্থা খাগড়াছড়ির নির্বাহী পরিচালক রিপন চাকমা, জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা, ইয়েস নেতা মো. আরাফাত হোসেন রিজভী, টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ নূরুল আলাল ও টিআইবি সদস্য মো. জাহাঙ্গীর।
বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এটি জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ। দূষণমুক্ত ও পরিবেশবান্ধব ক্লিন এনার্জির ব্যবহার বাড়িয়ে টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। পাশাপাশি পরিবেশের জন্য ক্ষতিকর জ্বালানির ব্যবহার পরিহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬