|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ এপ্রিল ২০২৫ ০৭:২৩ অপরাহ্ণ

সোনারগাঁ জাদুঘরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা শুরু


সোনারগাঁ জাদুঘরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা শুরু


জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-


 

প্রাচীন বাংলার রাজধানী ঐতিহাসিক সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে শুরু হয়েছে পহেলা বৈশাখ ও ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা।
 

গত সোমবার (১৪ এপ্রিল) সকালবেলায় ফাউন্ডেশন প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজ ইলিয়া সুমনা। মেলাটি চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত।
 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি ও ফাউন্ডেশনের পরিচালনা বোর্ড সদস্য চন্দ্র শেখর সাহা এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। অনুষ্ঠানে দেশি-বিদেশি অসংখ্য দর্শনার্থীর উপস্থিতিতে ছিল উৎসবমুখর পরিবেশ।
 

পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। একইসঙ্গে ফাউন্ডেশনের ৫০ বছর পূর্তিকে ঘিরে আয়োজন করা হয় সুবর্ণজয়ন্তী উৎসব। এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কারুশিল্পীরা উপস্থাপন করছেন তাদের সৃষ্টিশীল শিল্পকর্ম। জামদানি, নকশিকাঁথা, শতরঞ্জি, মৃৎশিল্প, দারুশিল্প, পটচিত্র, শোলা শিল্প, বাঁশ-বেতের কাজ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পকর্ম মেলাকে করেছে আরও প্রাণবন্ত।
 

মেলা জুড়ে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে বাউল গান, লোকজ সাংস্কৃতিক পরিবেশনা, পুতুলনাচ, বায়স্কোপ, সাপের খেলা, হালখাতা, নাগরদোলা এবং হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা—তিন গুটি, সাত গুটি, বাঘবন্দ, কানামাছি, গোল্লাছুট, বউচি ও কপাল টোক্কা। দর্শনার্থীদের রসনার তৃপ্তির জন্য রয়েছে নানা মুখরোচক বাঙালি খাবারের আয়োজন।
 

মেলাকে ঘিরে ফাউন্ডেশন চত্বরকে সাজানো হয়েছে রঙ-বেরঙের আলোকসজ্জা ও প্রাচীন মোটিফ দিয়ে। এছাড়াও বৈশাখী প্রচারণার অংশ হিসেবে চলছে ভ্রাম্যমাণ প্রচারযান, আর লোকজ মঞ্চে প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক পরিবেশনা ও জমকালো আয়োজন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫