|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ জুলাই ২০২৩ ০৩:৫৯ অপরাহ্ণ

লঙ্কানরা প্রথম ইনিংসে করেছে ৩১২ রান


লঙ্কানরা প্রথম ইনিংসে করেছে ৩১২ রান


স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। গলে প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাট করতে নামে লঙ্কানরা। ৬ উইকেটে ২৪২ রান করে প্রথম দিনের খেলা শেষ করে তারা। আজ দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কার ইনিংস।

লঙ্কানরা প্রথম ইনিংসে ৩১২ রান করতে পেরেছে। শ্রীলঙ্কার এই সংগ্রহে বড় অবদান ধনঞ্জয়া ডি সিলভা ও অ্যাঞ্জেলো ম্যাথুজের। ২১৪ বলে ১২২ রানের ইনিংস খেলেছেন ধনঞ্জয়া। আর ম্যাথুজ করেছেন ১০৯ বলে ৬৪ রান। ৩৬ রান এসেছে সামারাবিক্রমার ব্যাট থেকে। 

এছাড়া অধিনায়ক দিমুথ করুণারত্নে ২৯ ও বিশ্য ফরনান্ডো ২১ রান করেছেন। পাকিস্তানের পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও আবরার আহমেদ। তিনজনের শিকারই তিনটি করে উইকেট। এক উইকেট পেয়েছেন আগা সালমান।
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫