|
প্রিন্টের সময়কালঃ ২০ নভেম্বর ২০২৫ ০৪:১৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ নভেম্বর ২০২৫ ১২:১১ অপরাহ্ণ

সিরাজদীখানে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল নিয়ে পুলিশের মামলা, গ্রেপ্তার ১০


সিরাজদীখানে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল নিয়ে পুলিশের মামলা, গ্রেপ্তার ১০


মুন্সীগঞ্জের সিরাজদীখানে ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রের ক্ষতি সাধন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
 

গতকাল বুধবার সকালে সিরাজদীখান থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ মাসুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। একই দিন অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
 

এর আগে গত মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের সময় পেছনে টহল পুলিশের একটি গাড়ি চলমান থাকায় বিষয়টি নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে।
 

পরে ঘটনাটির পরিপ্রেক্ষিতে টহল দায়িত্বে থাকা সিরাজদীখান থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান সিকদার এবং দুই কনস্টেবল বাদশা মিয়া ও সফিকুলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
 

সিরাজদীখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘মঙ্গলবার সকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেন। এ ঘটনায় ৪৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫