বৃষ্টি বাধায় ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ড্র

ঢাকা প্রেস,স্পোর্টস ডেস্ক:-
ব্রিসবেনে ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ে তৃতীয় টেস্ট জমে উঠলেও খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটি ড্রতে শেষ হয়। ভারতের বোলাররা পঞ্চম দিনে দারুণ পারফর্ম করলেও বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। শেষদিনে ভারতের সামনে ২৭৫ রানের লক্ষ্য ছিল, তবে আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়। সিরিজের ফল এখন ১-১, পরবর্তী টেস্ট মেলবোর্নে।
বুধবার (১৮ ডিসেম্বর) ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৮ রান করে। এরপর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। বজ্রপাতের আশঙ্কাও ছিল, আর দীর্ঘ সময় অপেক্ষার পর আম্পায়াররা ম্যাচ ড্র ঘোষণা করেন।
এর আগে বৃষ্টি মাথায় নিয়েই বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্ট শুরু করেছিল ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া দুই সেঞ্চুরির সাহায্যে ৪৪৫ রান করে। স্টিভ স্মিথ ১০১ ও ট্র্যাভিস হেড ১৫২ রান করেন। ভারতের বোলার বুমরাহ ৬ উইকেট শিকার করেন।
পঞ্চম দিনে ভারতের ইনিংস ২৬০ রানে থেমে যায়। আকাশ দীপ ৩১ রান করে আউট হন, আর বুমরাহ ১০ রান নিয়ে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে ভারত ১৮৫ রানে পিছিয়ে ছিল।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া আক্রমণাত্মক ব্যাটিং করেনি। ভারতীয় বোলারদের চাপে প্রথমেই ১১ রানে খাওয়াজা আউট হন। এরপর বুমরাহ দুটি উইকেট নেন, ল্যাবুশেন ৯ বলে ১ রান করে ফেরেন। আকাশ দীপ ম্যাকসুয়েইনি এবং মিচেল মার্শকে ৪ ও ২ রানে আউট করেন।
স্টিভ স্মিথকে ফিরিয়ে উইকেট শিকারের মিছিলে যোগ দেন মোহাম্মদ সিরাজ, আর অস্ট্রেলিয়া ৩৩ রানে ৫ উইকেট হারায়। অ্যালেক্স কেরি ও ট্র্যাভিস হেডের জুটিটি ৬০ রানে গিয়ে ভাঙে, যখন হেড ১৭ রানে সিরাজের বলে আউট হন।
অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স ঝড়ো ব্যাটিং করে ১০ বলে ২২ রান করেন। বুমরাহর বলে কামিন্স আউট হন, আর দলীয় স্কোর ৮৫ রান থাকাকালীন অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে। ভারতের সামনে দাঁড়িয়ে যায় ২৭৫ রানের লক্ষ্য।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫