দর্শনা বণিক: বাংলাদেশের টিভি নাটকে অভিষেক!

২০১৯ সালে শাকিব খানের সঙ্গে ‘অন্তরাত্মা’ ছবি দিয়ে বাংলাদেশে ক্যারিয়ার শুরু করেন কলকাতার দর্শনা বণিক। ছবিটি এখনো আলোর মুখ না দেখলেও দর্শনা অভিনীত দুটি ছবি (‘অপারেশন সুন্দরবন’ ও ‘ওমর’) মুক্তি পেয়েছে বাংলাদেশে। এবার বাংলাদেশের টিভি নাটকেও অভিনয় করছেন দর্শনা। ইয়াশ রোহানের সঙ্গে রাফাত মজুমদার রিংকুর ‘ইতিবৃত্ত’ নাটকে দেখা যাবে তাঁকে।
ঈদের দ্বিতীয় দিন এসবিই নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। পরিচালক রিংকু বলেন, ‘গল্পের কারণে দর্শনাকে নেওয়া। চরিত্রটিতে দর্শণার মতোই স্নিগ্ধ একজন মেয়েকে দরকার ছিল। পান্ডুলিপি পাঠানোর পর তিনি রাজিও হলেন। কিছুদিন আগে ঢাকায় এসে শুটিংও করে গেছেন। ইয়াশ রোহানের সঙ্গে দর্শনাকে পছন্দ করবে দর্শক।’
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫