|
প্রিন্টের সময়কালঃ ২৩ এপ্রিল ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৫ ০১:২৩ অপরাহ্ণ

সাগর-রুনি হত্যা মামলা: তদন্তে আরও ৬ মাস সময় দিল হাইকোর্ট


সাগর-রুনি হত্যা মামলা: তদন্তে আরও ৬ মাস সময় দিল হাইকোর্ট


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলার তদন্তে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক। মামলার বাদীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং রিট আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
 

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট সাংবাদিক দম্পতি হত্যা মামলার তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। পরে ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে চার সদস্যবিশিষ্ট টাস্কফোর্স গঠন করা হয়। এতে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে অন্তর্ভুক্ত করা হয় পুলিশের একজন অতিরিক্ত ডিআইজি, সিআইডি ও র‍্যাবের একজন করে প্রতিনিধি।
 

টাস্কফোর্সকে ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ থাকলেও রাষ্ট্রপক্ষ সময় বাড়ানোর আবেদন করলে হাইকোর্ট তা মঞ্জুর করে।
 

এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এখন পর্যন্ত ১১৩ বার সময় চাওয়া হয়েছে। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ অক্টোবর।
 

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫