চাঁদপুরে স্মার্ট ফোন দিয়ে নকল সরবরাহ: মাদরাসা অধ্যক্ষের কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কেন্দ্রে দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীদের নকল সরবরাহ করায় এক মাদ্রাসার অধ্যক্ষকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার পৌর এলাকায় 'শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা' কেন্দ্রে দাখিল ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে, পরীক্ষা চলাকালে অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত জানান। সাজাপ্রাপ্ত শিক্ষক মো. ছায়েদুল ইসলাম (৫৩) হলেন রাজাপুরা আল আমিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত বলেন, কেন্দ্রের ভেতরে অবস্থানরত অফিস সহকারী, আয়া এবং কিছু শিক্ষক ছোটাছুটি শুরু করেন। নকলের বিষয়টি আন্দাজ করে শ্রেণিকক্ষে গিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করা হয়। পরে শ্রেণিকক্ষের বাইরে এবং পরীক্ষা কেন্দ্রের বাউন্ডারি সীমানার মধ্যে অসংখ্য হাতে লিখে সমাধান করা প্রশ্নের উত্তর/নকল পাওয়া যায়। হাতে লিখে সমাধান করা ফটোকপি করা নকল দেখে কেন্দ্রে উপস্থিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছায়েদুল ইসলাম পরীক্ষা কেন্দ্রের প্রিন্টারের মাধ্যমে ২৫-৩০ কপি হাতে লিখা নকল প্রিন্ট বের করেন। পরে মোবাইল ফোন তল্লাশি করে হোয়াটসঅ্যাপের মধ্যে শ্রেণিকক্ষের বাইরে উদ্ধারকৃত হাতে লেখা নকলের হুবহু ছবি পাওয়া যায়। এক ছাত্র এগুলো সমাধান করে তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। পরে তিনি কেন্দ্রের প্রিন্টারে প্রিন্ট করে রুমে রুমে নকল সরবরাহ করেছেন।
তিনি আরও জানান, দোষ স্বীকার করায় অধ্যক্ষ মো. ছায়েদুল ইসলাম দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ও হাজার টাকা অর্থদণ্ডসহ অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫