|
প্রিন্টের সময়কালঃ ০১ মার্চ ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৪৪ অপরাহ্ণ

অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে গ্রেপ্তার ১,৭৭৫ জন, অভিযানে ৬০৭


অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে গ্রেপ্তার ১,৭৭৫ জন, অভিযানে ৬০৭


ঢাকা প্রেস নিউজ

 

সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,৭৭৫ জন গ্রেপ্তার হয়েছেন, যার মধ্যে ৬০৭ জন এই বিশেষ অভিযানের আওতায় ধরা পড়েছেন।
 

মঙ্গলবার পুলিশ সদরদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬০৭ জন বিশেষ অভিযানের আওতায় আটক হয়েছেন, আর বাকি ১,১৬৮ জন অন্যান্য মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
 

এ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে—২টি পিস্তল, ১টি এলজি, ১টি ওয়ান শুটারগান, ১টি পাইপগান, ২ রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, ২টি চাপাতি, ৬টি রামদা, ১৩টি চাকু, ২টি কুড়াল, ১টি করাত, ৩টি হাতুড়ি এবং ২টি করে প্লাস, বাটাল ও লাঠি


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫