|
প্রিন্টের সময়কালঃ ০৪ জুলাই ২০২৫ ০৬:৩৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৫ ০৮:০৩ অপরাহ্ণ

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ ও যৌথ বাহিনীর সমন্বয়ে ৩টি প্রাইভেট কার সহ জোয়ারী আটক ০৯


ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ ও যৌথ বাহিনীর সমন্বয়ে ৩টি প্রাইভেট কার সহ জোয়ারী আটক ০৯


ঢাকা প্রেস
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ ও যৌথ বাহিনীর সমন্বয়ে ৩ টি প্রাইভেট কারসহ নয়জন জুয়াড়ি কে আটক করা হয়। 
 

৭ জানুয়ারী সদরের কোতোয়ালি থানাধীন ভাবখালী কাচারি বাজার নদীর পাড়ে  অভিযান পরিচালনা করে ৯ জন জুয়াড়ীকে আটক করেছে। 
 

এছাড়াও জুয়াড়ীদের সাথে থাকা ৩ টি প্রাইভেট কার আটক করে জব্দ করেছে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। 
 

গ্রেফতারকৃতরা হচ্ছে মাসুদ করিম,মূর্তজা রেজা,অরুন খান,মোঃ মোজাম্মেল, মফিজুর রহমান , রুহুল আমিন,মোফাজ্জল হোসেন, কায়কোবাদ হোসেন , রতন মন্ডল।গ্রেফতারকৃত জোয়ারীগন ময়মনসিংহ জেলা সহ নেত্রকোনা, জামালপুর, শেরপুর জেলা  এলাকার বলে পুলিশ জানান 
 

জুয়ার আসর থেকে জুয়াড়ীদের  ৩ টি প্রাইভেট কার নগদ ১৩১৮০ টাকা , তাস, মোমবাতি ও চার্জার লাইট উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনা স্থল থেকে আরো ১০ থেকে ১৫ জন জুয়াড়ী পালিয়ে যায় । কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম খান বলেন, পালিয়ে যাওয়া আসামিদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে।আসামীদেরকে আজকেই খুব দ্রুত কোর্টে চালান করা হবে ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫