শারদীয় দুর্গাপূজার সবচেয়ে মধুর মুহূর্তগুলো এবার বিদায় নেবে। আজ, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের এই বর্ণাঢ্য উৎসবের সমাপ্তি ঘটবে।
হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দুর্গাপূজা হলো আনন্দ, উৎসব এবং আধ্যাত্মিকতার এক অবিচ্ছেদ্য অংশ। তারা বিশ্বাস করেন, দেবী দুর্গা প্রতি বছর শরতের এই সময় কৈলাস থেকে অবতীর্ণ হয়ে পৃথিবীতে আসেন। পাঁচ দিন ধরে তাঁকে পূজা করে, আরাধনা করে এবং শেষে বিদায় জানিয়ে তাঁকে ফিরিয়ে দেন কৈলাশে।
আজ, সারা দেশে বিভিন্ন মন্দির থেকে শোভাযাত্রা বের হবে। ঢাক-ঢোলের তালে, কাঁসরের মধুর সুরে এবং ভক্তদের জয়গরের আওয়াজে এই শোভাযাত্রা রাস্তায় রাস্তায় ঘুরে শেষ পর্যন্ত জলাশয়ে এসে গিয়ে প্রতিমা বিসর্জন করা হবে।
প্রতিমা বিসর্জনের দিনটি হিন্দু সম্প্রদায়ের জন্য একটু কষ্টকর। পাঁচ দিন ধরে যে মায়ের আরাধনা করেছেন, সেই মায়ের বিদায় নেওয়ার সময় তাদের মনে একটা শূন্যতা তৈরি হয়। তবে আবার নতুন করে আগামী বছরের দুর্গাপূজার জন্য অপেক্ষা করার শুরু হয়।
বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন মিডিয়া হাউস বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।
দুর্গাপূজা হলো বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই উৎসব হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঐক্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।