মোংলা বন্দর: চট্টগ্রামের চাপ কমাতে নতুন সম্ভাবনা

ঢাকা প্রেস,বাগেরহাট প্রতিনিধি:-
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন মনে করেন, মোংলা বন্দরে কনটেইনার টার্মিনাল নির্মাণের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমাতে সহায়তা করা সম্ভব। গত বুধবার (৬ নভেম্বর) বন্দরের জেটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সাখাওয়াত হোসেন উল্লেখ করেন যে, ভুটান ও নেপালের জন্য মোংলা বন্দর একটি উপযোগী বিকল্প হতে পারে। এই বন্দরের সড়ক, নৌ ও রেলপথ যোগাযোগ ব্যবস্থা ভালোভাবে গড়ে উঠেছে এবং আখাউড়া ও বাল্লা স্থলবন্দর সচল করার কাজ চলছে। ভারতের সহযোগিতায় মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। চীন ও ভারতের অর্থায়নে দুটি বড় প্রকল্প বাস্তবায়িত হলে এই বন্দরের চেহারা সম্পূর্ণ বদলে যাবে।
তিনি আরও বলেন, মোংলা বন্দরকে আন্তর্জাতিক মানের একটি বন্দরে পরিণত করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। ভৌগোলিক অবস্থানের কারণে এই বন্দর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঢাকা থেকে মাত্র ২১০ কিলোমিটার দূরে অবস্থিত এই বন্দর দেশের অন্যান্য অঞ্চলের সাথেও সুসম্পর্কিত।
সাখাওয়াত হোসেন জানান, মোংলা বন্দরকে আরও আধুনিক ও বিশ্বমানের বন্দরে পরিণত করার জন্য চীন ও ভারতের যৌথ উদ্যোগে দুটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী দুই বছরের মধ্যে এই প্রকল্পগুলো সম্পূর্ণ হয়ে গেলে বন্দরের চেহারা সম্পূর্ণ বদলে যাবে।
এই অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহীন রহমানসহ বন্দরের অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫