রাজনীতির নামে ধর্ম নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না: অ্যাডভোকেট মিলন
রাজশাহী ব্যুরো:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। মিলন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
সোমবার সকালে পবা উপজেলার হুজুরিপাড়া ইউনিয়নের আফি নেপাল পাড়া এলাকা থেকে প্রচারণা শুরু করে মিলন। এদিন তিনি পাকুরিয়া মাঠে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন চান। পরে আফি নেপাল পাড়ায় এক নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন।
সভায় মিলন বলেন, “বাংলাদেশে জামায়াতে ইসলামী নামে একটি দল ধর্মের নামে রাজনীতি করছে এবং মানুষকে বিভ্রান্ত করছে। ধর্মের নামে বেহেশতের টিকিট বিক্রি করা যায় না। মানুষ বেহেশত নাকি দোজখ পাবে, তা একমাত্র আল্লাহই জানেন। তাই তাদের কথায় বিভ্রান্ত হওয়া উচিত নয়।”
তিনি আরও বলেন, “যাদের জনসমর্থন নেই, তারা ভোট কারচুপির আশ্রয় নেয়। বিএনপিকে নিয়ে কথা বলার আগে সংযত হওয়া প্রয়োজন।”
মিলন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতির কথা তুলে ধরে জানান, ক্ষমতায় এলে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে, যার মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি রয়েছে। কৃষির উন্নয়নে খাল খননসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। পবা–মোহনপুর কৃষিপ্রধান এলাকা হওয়ায় কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণের জন্য একটি কৃষি ইপিজেড গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা কর্মসংস্থান সৃষ্টি করবে এবং কৃষকদের কৃষি কার্ড প্রদান করা হবে।
স্থানীয় অবকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি বলেন, “এলাকার রাস্তাঘাট ও পানি নিষ্কাশনের সমস্যা দূর করা হবে। নির্বাচিত হলে প্রতিটি রাস্তার সঙ্গে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে, পাশাপাশি নতুন রাস্তা নির্মাণ ও পুরাতন রাস্তার সংস্কার করা হবে।”
মিলন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের কথাও উল্লেখ করেন। তিনি জানান, ইমাম, মোয়াজ্জিন, খাদেম, পাদ্রী, পুরোহিতসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের ভাতার আওতায় আনা হবে।
সরকারের সমালোচনা করে মিলন বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে বর্তমান সরকার জনগণের ওপর অন্যায়-অত্যাচার চালিয়েছে। বিএনপির নেতাকর্মী হত্যার, গুমের ও মামলার শিকার হয়েছেন। দেশের অর্থ বিদেশে পাচার করে রাষ্ট্র দুর্বল করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বিদেশে অবস্থান করেও বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছেন।”
দিবসব্যাপী গণসংযোগে মিলনের পথসভায় নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। হুজুরিপাড়া ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা জানিয়েছেন, অনেকেই ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেছেন।
এদিনের প্রচারণায় উপস্থিত ছিলেন হুজুরিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাব উদ্দিন, সদস্য সচিব মোতাহার আলী, যুবদল রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি মুজাদ্দেদ জামানী সুমন, যুবদল পবা উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সদস্য মাজদার রহমান, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬