|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:১১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ নভেম্বর ২০২৪ ০৬:৩৫ অপরাহ্ণ

ঝিনাইদহ সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৪৭ জন


ঝিনাইদহ সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৪৭ জন


ঢাকা প্রেস,ঝিনাইদহ প্রতিনিধি:-

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ৪৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার মাটিলা, খোশালপুর, পলিয়ানপুর, বাঘাডাঙ্গা, শ্যামকুড় এবং লড়াইঘাট সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
 

মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, আটককৃতদের মধ্যে ১২ জন নারী, ১৯ জন পুরুষ এবং ১৬ জন শিশু রয়েছে। এরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। গত ২৪ ঘণ্টায় সীমান্তের বিভিন্ন এলাকায় চালানো অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
 

তিনি আরও জানান, গত ৫ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা মোট ৯৩৩ জনকে আটক করেছে। এর মধ্যে ৮৮৫ জন বাংলাদেশি, ২৮ জন ভারতীয়, ২০ জন রোহিঙ্গা এবং সাবেক এমপি, সাবেক মন্ত্রী ও জেল পালানো আসামিও রয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫