|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:০৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪০ অপরাহ্ণ

বিবিসি বাংলা নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রেস সচিব


বিবিসি বাংলা নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রেস সচিব


ঢাকা প্রেস নিউজ

 

বিবিসি বাংলা সম্পর্কে দেওয়া ফেসবুক মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ‘‘বিবিসি বাংলার সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক মন্তব্য সংশোধন করতে চাই।’’
 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দুঃখ প্রকাশ করেন।
 

বিতর্কিত মন্তব্য ও প্রত্যাহার.....

এর আগে, ৫ ফেব্রুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে শফিকুল আলম লেখেন, “মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক ও গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে। যখনই তারা শেখ হাসিনার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে, তখন তার ভারতে পালিয়ে যাওয়ার পটভূমি উল্লেখ করে না। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি ভারতে চলে গেছেন—এমন শব্দ ব্যবহারে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।”
 

যদিও কিছুক্ষণ পর তিনি পোস্টটি সরিয়ে নেন।
 

সংশোধিত বক্তব্য.....

গতকাল নতুন এক ফেসবুক পোস্টে শফিকুল আলম ব্যাখ্যা করে বলেন, “প্রথমত, আমি বিবিসি বাংলার প্রতিবেদনের একটি নির্দিষ্ট দিক বিবেচনায় মন্তব্য করেছিলাম। তারা একাধিকবার উল্লেখ করেছে যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। দ্বিতীয়ত, আমি জানি যে শেখ হাসিনার সরকারের আমলে নিষেধাজ্ঞা সত্ত্বেও বিবিসি বাংলা তারেক রহমানের সাক্ষাৎকার প্রকাশ করেছিল।”
 

তিনি আরও বলেন, “কিছু নির্দিষ্ট প্রতিবেদনে হয়তো আমি বস্তুনিষ্ঠতার অভাব দেখেছি, তবে আমি বিশ্বাস করি, বাংলাদেশের সত্য ঘটনা তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করছে বিবিসি বাংলা।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫