|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০২:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ আগu ২০২৩ ০৫:৩১ অপরাহ্ণ

টার্নওভার কর কমল কোমল পানীয় উৎপাদনকারী কোম্পানির


টার্নওভার কর কমল কোমল পানীয় উৎপাদনকারী কোম্পানির


কার্বনেটেড বা কোমল পানীয় উৎপাদনকারী কোম্পানির ওপর টার্নওভার কর কিছুটা কমানো হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে এসব কোম্পানির টার্নওভার কর ন্যূনতম ৫ শতাংশ করা হয়েছিল। সেই করহার কমিয়ে এখন ৩ শতাংশ করা হলো।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ এ আদেশ জারি করেছে। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতু্ল মুনিম স্বাক্ষরিত এ আদেশ ইতিমধ্যে কার্যকরও করা হয়েছে। চলতি অর্থবছরের আগে এ খাতে ন্যূনতম টার্নওভার কর দশমিক ৬০ শতাংশ।

জানা গেছে, এ খাতে প্রতিবছর টার্নওভার বা বার্ষিক লেনদেনের পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকা। বাংলাদেশে দেশি–বিদেশি মিলিয়ে বেশ কিছু কোম্পানি কার্বনেটেড পানীয় বাজারজাত করে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫