|
প্রিন্টের সময়কালঃ ০৩ এপ্রিল ২০২৫ ০৯:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ অক্টোবর ২০২৪ ০৩:৩২ অপরাহ্ণ

বেসরকারি সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ


বেসরকারি সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ


সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)। সংস্থাটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় ঋণ কার্যক্রম বাস্তবায়নে ক্রেডিট অফিসার (মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম) পদে ৪০০ জনকে নিয়োগ দেবে। গত ৩ অক্টোবর থেকে আবেদন নেয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

 

প্রতিষ্ঠানের নাম: রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) 
পদের নাম: ক্রেডিট অফিসার
বিভাগ: মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম
লোকবল নিয়োগ: ৪০০ জন 


শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে


চাকরির দায়িত্বসমূহ
মাঠ পর্যায়ের সদস্যদের তত্ত্বাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগীতা করা। বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট ও পরিকল্পনা প্রনয়ন বা বাস্তবায়নের কাজ করা। সদস্য নির্বাচনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করা। কম্পিউটার পরিচালনা করতে পারা। সদস্যদের সঙ্গে কার্যকরী ও উত্তম যোগাযোগ ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। সভা, সেমিনার পরিচালনার দক্ষতা থাকতে হবে। শাখা ব্যবস্থাপকের নির্দেশনা ও সংস্থার নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে।

 

বেতন ও ভাতা
শিক্ষানবিশকালে বেতন: ২৭ হাজার ৩০০ টাকা।
স্থায়ীকরণের পর বেতন : ২৯ হাজার ৮৮৪ টাকা।
উল্লেখিত বেতন ও ভাতার সঙ্গে নীতিমালা অনুযায়ী পারফরম্যান্স এলাউন্স, ইনসেনটিভ, সিটি ভাতা ও দূরত্ব ভাতা দেয়া হবে।


সুযোগ-সুবিধাসমূহ
সব পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিএ, ডিএ দেয়া হবে। সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা (মূল বেতনের ৩০ শতাংশ) দেয়া হবে।


সিটি ভাতা মূল বেতনের উল্লেখিত হারে প্রাপ্ত হবে- ঢাকা, ময়মনসিংহ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ৪০ শতাংশ, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর ও চট্রগ্রাম জেলার সব শাখা ৩০ শতাংশ এবং রাজশাহী, খুলনা সিটি করপোরেশন এলাকায় ২০ শতাংশ।


কর্মস্থলে আবাসন সুবিধা ও আবাসন ভাতা, দূরত্ব ভাতা, লাঞ্চ ভাতা, চিকিৎসা তহবিল ও স্টাফকল্যাণ তহবিল হতে আর্থিক সুবিধা দেয়া হবে। আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ, মটরসাইকেল ও কম্পিউটার ঋণ সুবিধা আছে। সংস্থায় কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির সুযোগ আছে। সব পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে এবং কাজের গুনগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেন্টিভ দেয়া হবে। বাৎসরিক মোটরসাইকেল মেরামত বিল দেয়া হবে।

 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 
আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর ২০২৪


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫