চট্টগ্রামে এতিম শিশুদের নিয়ে সম্মিলিত হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদের মৌসুমী ফল উৎসব উদ্বোধন

হোসেন বাবলা (চট্টগ্রাম):-
চট্টগ্রামে সম্মিলিত হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদ ( বন্দর ইপিজেড ও পতেঙ্গা থানা) কমিটির উদ্যোগে মৌসুমী ফল উৎসব কর্মসূচি উদ্বোধন...
আজ শনিবার দুপুরে নগরীর ৩৯ নং ওয়ার্ডস্থ নেভী হাসপাতাল গেট এলাকায় এই ফল উৎসবের আয়োজন করে।
এতে বিভিন্ন মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী ও অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক এড. মোঃ নুরুল আবছার।
এসময় পরিষদের সভাপতি ডাঃ এস এম এমরান, সিনিয়র সহ-সভাপতি,বিঞ্জ ক্বারী মাওলানা মুহাম্মদ আব্দুল বারী, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব, সহ-সভাপতি ও বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক এস আর সুমন, স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, ডাঃ ইব্রাহিম খলিল, ডাঃ মোঃ গোফরান, ডাঃ মোঃ ইব্রাহীম হোসেন সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সম্মিলিত হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে আগত এতিম শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ ও খাবার পরিবেশন করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫