|
প্রিন্টের সময়কালঃ ০৮ এপ্রিল ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৯ অপরাহ্ণ

চাঁদপুরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান: ৫ সদস্য গ্রেপ্তার


চাঁদপুরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান: ৫ সদস্য গ্রেপ্তার


ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-


 

শহরে দেশীয় অস্ত্র নিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।


চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়ার নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র সহযোগিতায় অর্ধশতাধিক পুলিশ এই অভিযানে অংশ নেয়। কালীবাড়ি, কোর্ট স্টেশন, সিএনজি স্ট্যান্ড, রেল লাইন, মিশন রোড, বালুর মাঠ, হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, ছায়াবানী মোড় ও রেললাইন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন কিশোর ও যুবকদের তল্লাশি করা হয়।


ওসি বাহার মিয়া জানান, শহরের আইনশৃঙ্খলা রক্ষায় এটি পুলিশের নিয়মিত অভিযান। আটক কিশোরদের বিষয়ে যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের অভিভাবকদের ডাকা হবে। তিনি আরও বলেন, রেললাইন এলাকায় সন্ধ্যার পর কিশোররা যাতে আড্ডা না দিতে পারে সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়েছে। একইসঙ্গে শহরের সিএনজি স্ট্যান্ডের ব্যবসায়ীদেরও কিশোর গ্যাং বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।


উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় রাজনৈতিক ফোরাম, জেলা প্রশাসন, ব্যবসায়ী সংগঠন ও পুলিশ প্রশাসনের সাথে অংশীজনদের একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় সম্মিলিত প্রচেষ্টায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫