|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৬:০৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ জুন ২০২৪ ০১:২৬ অপরাহ্ণ

ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক


ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক


সরকারি অফিসের নতুন সময় সূচি ঘোষণার পর ব্যাংকের লেনদেন, ব্যাংক খোলা এবং বন্ধের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

 

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, আগামী ১৯ জুন থেকে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আর ব্যাংকের লেনদেন কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সার্কুলারে বলা হয়েছে, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৯ জুন থেকে এই সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

 

সমুদ্র/স্থল/বিমান বন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা/উপ-শাখা/বুথগুলো সার্বক্ষণিক চালুরাখার বিষয়ে ৫ আগস্ট ২০১৯ এ জারীকৃত ডিওএস সার্কুলার লেটার নং-২৪ এর নির্দেশনা বলবৎ থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হলো।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫