প্রশাসনে আসছে আরও পরিবর্তন

প্রকাশকালঃ ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ণ ২৯০ বার পঠিত
প্রশাসনে আসছে আরও পরিবর্তন

ঢাকা প্রেস-

বার্তা কক্ষ-

 

প্রধান উপদেষ্টার দেশে ফেরার সাথে সাথে দেশের প্রশাসনে আরও ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানা গেছে। সিনিয়র জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেস উর রহমানের মতে, আগামীকাল কয়েকজন সচিবকে প্রত্যাহার করে নতুনদের নিয়োগ দেওয়া হতে পারে।

নতুন জেলা প্রশাসক (ডিসি)দের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। যারা তাদের দায়িত্ব পালনে সক্ষমতা প্রমাণ করতে পারবেন না, তাদেরকে প্রত্যাহার করা হতে পারে। পাশাপাশি, শূন্য থাকা ৮টি জেলার জন্য নতুন ডিসি নিয়োগের প্রক্রিয়াও দ্রুত শুরু হবে। এডিসি ও ইউএনও পদেও রদবদল হতে পারে।

জনপ্রশাসন বিশেষজ্ঞরা মনে করেন, নতুন নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার পাশাপাশি অতীত যাচাইও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার নিয়োগ দেওয়ার পর সিদ্ধান্ত পরিবর্তন করা ভুল বার্তা দেবে।

গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর ধরে প্রশাসনকে নিজেদের মতো করে সাজিয়েছিল। অন্তর্বর্তী সরকার এখন সেই প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে। এরই মধ্যে কয়েকজন সচিবকে ওএসডি বা অবসরে পাঠানো হয়েছে এবং ১১ জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

মাঠ প্রশাসনের চালক হিসেবে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ক্ষমতা পরিবর্তনের পর ৫১টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হলেও, অভিযোগের কারণে ৮টি জেলার নতুন ডিসির নিয়োগ বাতিল হয়েছে। এছাড়াও, উপসচিব পর্যায়ের কিছু কর্মকর্তা নতুন ডিসি নিয়োগ নিয়ে ক্ষুব্ধ।

সাবেক সচিব একে এম আবদুল আউয়াল মজুমদার মনে করেন, সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে চিন্তা করা উচিত। একবার সিদ্ধান্ত নেওয়ার পর তা পরিবর্তন করা ভালো নয়। সরকারের উচিত আগামী এক মাসের মধ্যে প্রশাসনকে সুশৃঙ্খল করার চেষ্টা করা।

সরকার প্রশাসনের চেইন অব কমান্ড ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং আগামী ১ অক্টোবর থেকে প্রশাসন সংস্কার কমিশনের কার্যক্রম শুরু হবে।