নির্বাচনে বন্ধ থাকবে কক্সবাজার-সেন্টমার্টিনের হোটেল

জাতীয় সংসদ নির্বাচনের জন্য একদিন কক্সবাজার ও তিনদিন সেন্টমার্টিনের সব হোটেল-মোটেল-গেস্ট হাউজ বন্ধ থাকবে। সেইসঙ্গে টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলবে না কোনো জাহাজ।
আজ শনিবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন জানান, নির্বাচনকালীন বহিরাগতদের চলাচল বন্ধে ৬ ডিসেম্বর রাত ১২টা থেকে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সব হোটেল-মোটেল-গেস্ট হাউজও বন্ধ থাকবে।
একইভাবে ৬, ৭ এবং ৮ ডিসেম্বর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটেও সব জাহাজ চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে দ্বীপের সব হোটেল-মোটেল গেস্ট হাউজও।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫