|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ১০:৩৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪৯ অপরাহ্ণ

বিমানে চড়ে বরিশালে পৌঁছেছে বিপিএল ট্রফি, লঞ্চে নয়


বিমানে চড়ে বরিশালে পৌঁছেছে বিপিএল ট্রফি, লঞ্চে নয়


স্পোর্টস ডেস্ক:-

 

ফরচুন বরিশাল টানা দু’বার বিপিএল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করেছে। প্রতিবারই দলের নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। বিপিএল জুড়ে গ্যালারিতে ছিল তামিম-মাহমুদউল্লাহদের সমর্থনকারী দর্শক। এমনকি বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পর রাজধানীতে আনন্দ ও উল্লাস হয়েছে। বরিশালবাসীর বিপিএল শিরোপা জয়ের আনন্দ আরও বাড়িয়ে দিতে আজ ট্রফি নিয়ে বরিশালে পৌঁছেছেন তামিম ইকবাল ও তার সতীর্থরা।
 

শোনা যাচ্ছিল, লঞ্চে চড়ে বরিশালে পৌঁছাবে বিপিএল ট্রফি। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করেন বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান। তিনি গণমাধ্যমের সামনে জানান, ‘আমরা দুপুরে বাংলাদেশ বিমানের একটি চ্যাটার্ড ফ্লাইটে ঢাকা থেকে বরিশাল যাবো। খাবার খাওয়ার পর বেলস পার্কে (বরিশালে) একটি অনুষ্ঠান হবে। সেখানে ব্যান্ড সংগীত, তামিম ভাই, সিনিয়র খেলোয়াড়রা এবং শান্ত কিছু বক্তব্য রাখবেন। ফটোসেশনও হবে। এরপর আমরা ঢাকায় ফিরে আসবো। অনুষ্ঠানটি দুপুর ২টা থেকে ৫টার মধ্যে হবে। আমি ২টার আগেই বরিশালে পৌঁছে যাব।’
 

এখন পর্যন্ত, বিপিএল ট্রফি বরিশালে পৌঁছে গেছে। তবে সেটা লঞ্চে নয়, বিমানযোগে! বরিশালবাসী তাদের প্রিয় দলের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। শহরের প্রাণকেন্দ্র বেলস পার্কে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে তামিম এবং তার সতীর্থদের অভ্যর্থনা জানানো হবে। হাজার হাজার ভক্ত-সমর্থকের ভালোবাসায় সিক্ত হবেন ফ্র্যাঞ্চাইজির সকল ক্রিকেটার।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫