ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রে কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে সারাদেশে লোডশেডিং বেড়েছে এবং বিদ্যুতের ঘাটতি ৪৫০ মেগাওয়াট ছাড়িয়েছে।
জানা গেছে, আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে মোট ১,৬০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে একটি ইউনিট ৮ এপ্রিল এবং অন্যটি শুক্রবার দিবাগত রাত ১টার দিকে অচল হয়ে পড়ে। আগে যেখানে দিনে সর্বোচ্চ ১,৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ হতো, গত ক’দিন ধরে তা কমে ৭৫০ মেগাওয়াটে নেমে এসেছিল। এখন সেই সরবরাহও পুরোপুরি বন্ধ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানায়, ঘাটতি মোকাবিলায় গ্যাস ও তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন বাড়ানো হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টা পর্যন্ত দেশে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ১৪,০০০ মেগাওয়াট, অথচ সরবরাহ ছিল মাত্র ১৩,৫৫২ মেগাওয়াট। ফলে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৪৫০ মেগাওয়াটে।
পিডিবির এক কর্মকর্তা জানান, শনিবার সন্ধ্যায় আদানির একটি ইউনিট চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে তা সম্ভব না হলে রবিবার (১৩ এপ্রিল) থেকে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। এই পরিস্থিতিতে পিডিবি ইতোমধ্যে পেট্রোবাংলাকে অতিরিক্ত গ্যাস সরবরাহের অনুরোধ করেছে।
এদিকে পিডিবির সূত্রে জানা গেছে, শনিবার ছুটির দিন হওয়ায় বিদ্যুতের চাহিদা তুলনামূলকভাবে কম ছিল। তবে রোববার অফিস-আদালত খোলার পর চাহিদা হঠাৎ বেড়ে যেতে পারে। দেশের উত্তরের অনেক এলাকায় তীব্র গরমের পাশাপাশি লোডশেডিং বেড়ে যাওয়ায় জনভোগান্তি বেড়েছে।