চাকরি পুনর্বহালের দাবিতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে কর্মসূচি

চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে সদ্য চাকরিচ্যুত কর্মকর্তারা।
সোমবার (আজ) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে ব্যানার ও ফেস্টুন হাতে অবস্থান নেন তারা। কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা জানান, কোনো ধরনের পূর্বনোটিশ ছাড়াই গত সপ্তাহে ৫৪৭ জন কর্মকর্তাকে হঠাৎ চাকরিচ্যুত করা হয়।
চাকরি হারানো এসব কর্মকর্তা দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে এ কর্মসূচিতে অংশ নেন। তাদের দাবি, এই পদক্ষেপ অমানবিক এবং অন্যায্য। তারা অবিলম্বে চাকরির পুনর্বহাল ও ন্যায্য প্রক্রিয়ায় সমস্যার সমাধান দাবি করেন।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, বিনা নোটিশে এভাবে শত শত কর্মীকে চাকরি থেকে বাদ দেওয়ায় বহু পরিবার আজ অনিশ্চয়তার মুখে পড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫