|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৫ ০৫:৫২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ নভেম্বর ২০২৪ ০৫:১৪ অপরাহ্ণ

প্রয়োজনীয় সময়ের একদিনও বেশি থাকতে চাই না: উপদেষ্টা ফরিদা আখতার


প্রয়োজনীয় সময়ের একদিনও বেশি থাকতে চাই না: উপদেষ্টা ফরিদা আখতার


ঢাকা প্রেস,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-
 

অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, "এই সরকারের প্রয়োজনীয় সময়টুকু যদি কেউ বিলম্ব মনে করেন, সেটা তাদের দৃষ্টিভঙ্গি। আমরা প্রয়োজনীয় সময়ের একদিনও বেশি থাকতে চাই না। সময় নির্ধারণ করবে পরিস্থিতি। ডিসেম্বর মাস পার হতে দিন। তখন সংস্কার কমিশনের রিপোর্টগুলো আসবে, যা থেকে পরবর্তী ধাপ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।"
 


রোববার (১৭ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ নীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

ফরিদা আখতার বলেন, "জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, তা যেন আগের অবস্থায় ফিরে না যায়। অতীতের অনাচার, অত্যাচার এবং দুর্নীতির ধারা যেন কিছুটা হলেও সংশোধন করে যেতে পারি। আমরা পুরোপুরি সেগুলো ঠিক করতে পারবো না, তবে সঠিকভাবে নির্বাচিত একটি সরকারের জন্য এমন পরিবেশ তৈরি করতে চাই, যেখানে জনআকাঙ্ক্ষা পূরণের সুযোগ থাকবে।"
 

তিনি আরও বলেন, "এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গঠিত। এটি হেলাফেলা করার সুযোগ নেই। আমাদের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু ও কার্যকর পরিবেশ তৈরি করা, যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধি ভালো সরকার গঠন করতে পারে। আমরা নিজেদের ইচ্ছামতো কিছু করছি না, বরং দায়িত্ববোধ থেকেই কাজ করছি।"

 

বিজ্ঞান মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি তৌফিকুল ইসলাম প্রমুখ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫