|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ ডিসেম্বর ২০২৪ ০৩:৫৩ অপরাহ্ণ

নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা আসিফ মাহমুদ


নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা আসিফ মাহমুদ


ঢাকা প্রেস নিউজ


ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া।

 

বুধবার (১১ ডিসেম্বর) কুমিল্লায় একটি কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 

আসিফ মাহমুদ জানান, জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করে কোনো পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে না। অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে পূর্বের নতজানু নীতির পরিবর্তন এনেছে এবং ভবিষ্যতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সম্পর্ক রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
 

এছাড়া তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা এবং প্রশাসনের ওপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। এজন্য স্থানীয় সরকার নির্বাচন এবং সংস্কার প্রক্রিয়ায় কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব কি না, তা কমিশনের কাজ শেষ হওয়ার পর বিবেচনা করা হবে।
 

কুমিল্লার কোটবাড়িতে পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) আয়োজিত ফিনান্সিয়াল ইনক্লুশন এন্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক একটি কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
 

এই কর্মশালায় বাংলাদেশের এলজিআরডি মন্ত্রণালয়, বার্ড এবং আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে ১২টি দেশের ২০ জন প্রতিনিধি অংশ নেন। কর্মশালার শেষে, তিনি জাম্বিয়া, ওমান, নামিবিয়া, কেনিয়া, ঘানা, গাম্বিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের প্রতিনিধিদের মাঝে সনদ প্রদান করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫