মুরাদনগরে গণপিটুনিতে চোরের মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ মে ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ   |   ১৯৫ বার পঠিত
মুরাদনগরে গণপিটুনিতে চোরের মৃত্যু

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-

 


কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় সাদ্দাম হোসেন (৩৮) নামের এক যুবক চুরি করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নের কালারাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন একই ইউনিয়নের রোয়াচালা গ্রামের হিরন মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে কালারাইয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়ীতে সংঘবদ্ধ চোরেরা অটোরিকশার ব্যাটারী চুরি করে এবং ঘরের মাটি কেটে (সিদ কেটে) প্রবেশের চেষ্টা করে। এসময় ঘরের লোকজন টের পেয়ে চিৎকার চেচামেচি শুরু করলে চোরের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও সাদ্দাম হোসেন ধরা পরে যায়। এসময় লোকজন জড়ো হয়ে চোরকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।