|
প্রিন্টের সময়কালঃ ২১ জুলাই ২০২৫ ০৯:১০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ জুলাই ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ

গোপালগঞ্জে আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল


গোপালগঞ্জে আজ রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষের জেরে জারি করা কারফিউ শনিবার (১৯ জুলাই) রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে।
 

শুক্রবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান। তিনি বলেন, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
 

এর আগে, গত বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে। সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন।
 

ওই দিন সন্ধ্যায় সহিংসতা ছড়িয়ে পড়লে জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরবর্তীতে পরিস্থিতির অবনতি ঘটলে বুধবার সন্ধ্যা ৬টা থেকে কারফিউ কার্যকর করা হয়।
 

পরদিন বৃহস্পতিবার, বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে প্রথম দফায় কারফিউ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত করার ঘোষণা দেন। এ সময় দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছিল।
 

শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় আবারও কারফিউর সময়সীমা শনিবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়। পরে রাত ১১টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫