|
প্রিন্টের সময়কালঃ ০১ মার্চ ২০২৫ ০৯:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১২ অপরাহ্ণ

থানায় গিয়ে পুলিশ পেটানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক


থানায় গিয়ে পুলিশ পেটানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক


শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:-

 

নরসিংদীর শিবপুরে থানায় গিয়ে পুলিশকে পেটানোর অভিযোগে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা আবিদ হাছান জজ মিয়া আটক হয়েছেন।
 

সোমবার রাত ১০টার দিকে শিবপুর থানার ভেতরে এই ঘটনা ঘটে।
 

আটককৃত নেতা আবিদ হাছান জজ মিয়া শিবপুর উপজেলার পুবের গাঁও এলাকার মজি মিয়ার ছেলে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন এ বিষয়ে নিশ্চিত করেছেন।
 

শিবপুর থানা সূত্রে জানা যায়, শিবপুর উপজেলার জয়নগর ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাদিম সরকারকে পুলিশ গ্রেপ্তার করে। এ খবর পেয়ে, রাত ১০টার দিকে নাদিমকে ছাড়িয়ে নিতে দলবলসহ শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদ হাছান জজ মিয়া থানায় যান।
 

থানায় পৌঁছেই তিনি হাজত খানায় নাদিমের সঙ্গে দেখা করতে চান। এই সময় কর্তব্যরত পুলিশ কনস্টেবল সবুজ মিয়া তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আবিদ হাছান জজ মিয়া সবুজ মিয়াকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে শুরু করেন। উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত সবুজ মিয়াকে উদ্ধার করেন। পুলিশের সদস্যরা তার কাছ থেকে এ ঘটনার কারণ জানতে চাইলে তিনি আরো উত্তেজিত হয়ে ওঠেন এবং বলেন, “এ থানায় চাকরি করলে আমাকে চিনতে হবে, আমার কথা শুনতে হবে, তা না হলে এখানে চাকরি করা যাবে না।”
 

এছাড়া, নাদিম সরকারকে ছেড়ে দেওয়ার জন্যও তিনি পুলিশকে হুমকি দেন। পরে পুলিশ তাকে আটক করে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, আবিদ হাছান জজ মিয়া একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও একাধিক মামলা রয়েছে।
 

শিবপুর থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, “থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কনস্টেবল সবুজ মিয়া তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫