|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৪১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ নভেম্বর ২০২৪ ১০:২৯ অপরাহ্ণ

সাবেক এমপি নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগ নেতা শামীম গ্রেপ্তার


সাবেক এমপি নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগ নেতা শামীম গ্রেপ্তার


ঢাকা প্রেস নিউজ
 

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী ও যুবলীগ নেতা শামীম তালুকদার (৪৫) গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে শহরের কুঠিবাড়ি কমলাপুরস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ফরিদপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে শামীমকে গ্রেপ্তার করে।

ডিবি পুলিশ জানায়, গত ১০ অক্টোবর ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বিলমামুদপুর গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এক ছাত্রীর আহত হওয়ার অভিযোগে মুজাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সনসহ ১২৫ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়।

মামলার এজাহারে উল্লেখিত আসামিদের মধ্যে ৯৮ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদারের। তিনি মজিবুর রহমান নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা মো. জাফর ইকবাল জানান, গ্রেপ্তারের পর শামীম তালুকদারকে রোববার আদালতে সোপর্দ করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫