খাগড়াছড়িতে জমি বিরোধের ঘটনায় আহতের মৃত্যু, গ্রেপ্তার দুই জন
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের ভূয়াছড়ি গ্রামে দুই পরিবারের মধ্যে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বিমল ত্রিপুরা চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু করেছেন।
শনিবার বিকেলে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন আবদুর রশীদ ও আলামিন। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে। প্রশাসন বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে এবং পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি মংশুিতু ও আব্দুল বসিরের পরিবারের মধ্যে ভূয়াছড়ি রাজশাহী টিলা এলাকায় ভূমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছিল, যা পরে প্রাণহানির ঘটনায় পর্যবসিত হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬