চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
চাঁপাইনবাবগঞ্জ জেলায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৩০ আগস্ট শনিবার সকাল ১১ টায় বিশ্বরোড মোড়ের হলরুমে।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ বিপ্লব হাসান, এবং স্বাগত বক্তব্য দেন মহাসচিব মোঃ শাহীন আকতার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোঃ লতিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, ভাইস চেয়ারম্যান ও দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি মোঃ জমসেদ আলী, প্রচার সম্পাদক ও বিজয় বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদ, মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজাবাবু, নাগরিক ভাবনার জেলা প্রতিনিধি ইমাম হাসান জুয়েল, দৈনিক চিত্রে জেলা প্রতিনিধি এনামুল হক নাসিম, ইভিনিং নিউজ শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ বিপ্লব হাসান, এবং অর্থসচিব ও দৈনিক ডৌনেট বাংলাদেশ শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি আবুল কাশেম।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা ভিত্তিক অন্যান্য প্রিন্ট মিডিয়া সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫