|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৩৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ সেপ্টেম্বর ২০২৩ ০৬:২৪ অপরাহ্ণ

নিউজিল্যান্ডে ৬.২ মাত্রা ভূমিকম্প অনুভূত এক মিনিটেরও বেশি


নিউজিল্যান্ডে ৬.২ মাত্রা ভূমিকম্প অনুভূত এক মিনিটেরও বেশি


ক মিনিটেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটিতে ৬.২ মাত্রা ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে কোন হতাহত বা ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি বলে দেশটির ওয়েবসাইট জিওনেটে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার সকাল ৯.১৪ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কেন্টাবারির অ্যাসবার্টন লেক অঞ্চলে। যা ক্রাইস্টচার্চ থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। 


জিওনেট ওয়েবসাইটে বলা হয়, প্রায় ১৫ হাজার মানুষ ভূমিকম্প অনুভব করেছেন। এমনকি উত্তর দ্বীপের অকল্যান্ড পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। তবে নিউজিল্যান্ডে জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোনো সম্ভাবনা নেই। 


এ নিয়ে সতর্কতাও জারি হয়নি। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে টিমারুর ডেপুটি মেয়র স্কট শ্যানন রেডিও এনজেডকে বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি তবে পরীক্ষা চলছে।

এর আগে ২০১১ সালে ক্রাইস্টচার্চের দক্ষিণ দ্বীপের শহরটিতে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিলো। সে সময় ১৮৫ জন মারা গিয়েছিল এবং শহরটি বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫