|
প্রিন্টের সময়কালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ০৭:২২ অপরাহ্ণ

দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে


দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে


বাংলাদেশের আকাশে চলতি হিজরি ১৪৪৭ সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
 

বাদ মাগরিব সন্ধ্যা সোয়া ৫টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ধর্ম উপদেষ্টা জানান, দেশের বিভিন্ন স্থানে রজব মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
 

তিনি আরও জানান, এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে পবিত্র রজব মাস শুরু হলো।
 

উল্লেখ্য, ইসলামি শরিয়তে রজব, জিলকদ, জিলহজ ও মহররম—এই চারটি মাসকে বিশেষ মর্যাদাসম্পন্ন বা হারাম মাস হিসেবে গণ্য করা হয়। এসব মাসে যুদ্ধ-বিগ্রহ ও সহিংসতা নিষিদ্ধ বলে বিবেচিত। আরব সমাজে ঐতিহ্যগতভাবে এ সময় মানুষ যুদ্ধ ও অন্যায়-অপরাধ থেকে বিরত থেকে শান্তি ও বিশ্রামের সময় অতিবাহিত করত।
 

পবিত্র রজব মাসের ২৬ তারিখের রাত মুসলিমদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এ রাতেই সংঘটিত হয় ঐতিহাসিক মেরাজের ঘটনা। ইসলামি বিশ্বাস অনুযায়ী, এই মহিমান্বিত রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সাত আসমান অতিক্রম করে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে প্রত্যাবর্তন করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫