জামায়াত আমিরের দাবি: সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন

ঢাকা প্রেস
কুমারখালী (কুষ্টিয়ার) প্রতিনিধি:-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, দেশে সংস্কার ছাড়া কোনো নির্বাচন অর্থবহ হবে না।
রোববার (১ সেপ্টেম্বর),কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগর শিক্ষা পার্ক অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির আরও বলেন, অতীত সরকারের সকল অনিয়ম পরিষ্কার করে একটি সুন্দর সভ্য দেশ গড়তে এবং অর্থবহ গণতান্ত্রিক পদ্ধতি চালু করতে যতটুকু সময় লাগবে, অন্তর্বর্তী সরকারকে ততটুকুই সময় দেওয়া হবে। তিনি দাবি করেন, ইসলামী শাসন কায়েম হলেই এই দেশে মানুষ বসবাস করে গর্ববোধ করবে।
এ সময় জামায়াত আমির সতর্ক করে দেন যে, দেশে ষড়যন্ত্র চলছে এবং তা মোকাবিলা করা হবে।
জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে মতবিনিময়ে কুষ্টিয়া-যশোর অঞ্চলের নির্বাহী সদস্য ও পরিচালক মোবারক হোসাইনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য দেন। এ সময় কুষ্টিয়া-যশোর অঞ্চলের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ১৪ পরিবারের মাঝে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫