শওকত আলী চৌধুরীকে আটকের খবর গুজব: পরিবারের দাবি
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী মো. শওকত আলী চৌধুরীকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক করা হয়েছে—এমন একটি খবর সম্প্রতি বিভিন্ন অনলাইন মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে যাচাই-বাছাই করে জানা গেছে, এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।
প্রচারিত এসব প্রতিবেদনে কোনো আনুষ্ঠানিক সূত্র, মামলা সংক্রান্ত তথ্য কিংবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য উল্লেখ করা হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো গোয়েন্দা সংস্থা বা দায়িত্বশীল কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এ বিষয়ে শওকত আলী চৌধুরী নিজেই প্রতিবেদকের সঙ্গে কথা বলে জানান, তাকে কোনো আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার বা আটক করেনি। তিনি বলেন, “আমাকে গ্রেপ্তার বা আটক করার যে খবর প্রচার করা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এটি সম্পূর্ণ গুজব এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা।”
পরিবারের সদস্যরাও বিষয়টি অস্বীকার করে জানান, শওকত আলী চৌধুরী স্বাভাবিক জীবনযাপন করছেন এবং তার বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
গণমাধ্যম সংশ্লিষ্টদের মতে, কোনো ব্যক্তি বা করপোরেট নেতার গ্রেপ্তার কিংবা গুরুতর অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই অত্যন্ত জরুরি। যাচাই ছাড়া এ ধরনের খবর প্রকাশ বিভ্রান্তি সৃষ্টি করে এবং ব্যক্তিগত সম্মানহানির কারণ হতে পারে।
এ কারণে সবাইকে অপপ্রচারে কান না দেওয়ার পাশাপাশি যাচাইহীন ও ভুল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন পোর্টালে প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬