|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৮:০১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ জুলাই ২০২৪ ০৭:০২ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী: কিছু বিষয় রাজপথে সমাধান সম্ভব নয়


শিক্ষামন্ত্রী: কিছু বিষয় রাজপথে সমাধান সম্ভব নয়


ঢাকা প্রেস নিউজ


সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একমত নন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, "কিছু বিষয় রাজপথে সমাধান সম্ভব নয়।" আন্দোলনকারীদের সাথে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে বলে মনে করেন তিনি।

 

নতুন শিক্ষাক্রম শুধুমাত্র জ্ঞানমুখী নয়, বরং উদ্ভাবনী চিন্তাভাবনার উপর জোর দেয় বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কিছু মানুষ পরিবর্তনের ভয়ে ভীত, বিশেষ করে শহুরে অভিভাবকরা। তবে সার্বিক পরিবর্তন আনতে হলে এই মতাদর্শের পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন তিনি।

 

আগামীতে ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তিগত ক্লাসরুম গঠনের জন্য অর্থ বরাদ্দ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। চলতি বছরের শেষের মধ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে ডিজিটাল ডিভাইস সরবরাহ করা হবে। সর্বজনীন পেনশন নিয়ে শিক্ষকদের আন্দোলনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, এটি অর্থ মন্ত্রণালয়ের বিষয়। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা বহাল থাকবে। তবে শিক্ষকদের আন্দোলন করার অধিকার আছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫