ঢাকা প্রেস নিউজ
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) জানিয়েছে, গত ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্বজুড়ে তরুণ বেকারত্বের হার কমেছে। করোনা মহামারির পর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে এই ইতিবাচক পরিবর্তন ঘটেছে।
আইএলও'র সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের তুলনায় ২০২৩ সালে বিশ্বব্যাপী ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছর এই বয়সী প্রায় ৬ কোটি ৪৯ লাখ তরুণ বেকার ছিলেন, যা মোট তরুণ জনসংখ্যার ১৩%। সংস্থাটি আশা করছে, চলতি এবং আগামী বছর এই হার আরও কমে ১২.৮% হতে পারে।
যদিও বিশ্বব্যাপী তরুণ বেকারত্ব কমছে, তবে সব অঞ্চলের পরিস্থিতি একই রকম নয়। আরব দেশগুলো, পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২০১৯ সালের তুলনায় তরুণ বেকারত্বের হার কিছুটা বেড়েছে। দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি এই অঞ্চলগুলোতে বেকারত্বের হার কমাতে বাধা সৃষ্টি করছে।
আইএলও'র এই প্রতিবেদন তরুণদের কর্মসংস্থানের দিক থেকে একটি ইতিবাচক সংকেত বহন করে। তবে এশিয়ার কিছু অঞ্চলে বেকারত্বের সমস্যা এখনও চ্যালেঞ্জ হয়ে রয়েছে। সরকার এবং সংশ্লিষ্ট সকলকে এই সমস্যা সমাধানে কাজ করতে হবে।