|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৫:৩৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ জুন ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকসহ দুইজন আটক


কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকসহ দুইজন আটক


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


২৯ জুন, ২০২৪ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

 

আটককৃতরা হলেন:

বাবুল মিয়া: ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার থরাইখানা এলাকার বাসিন্দা। আনোয়ার হোসেন: বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিস এলাকার বাসিন্দা।
 

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৮ এর সাব পিলার নং ৮ এস এলাকা থেকে বাবুল মিয়া ও আনোয়ার হোসেনকে আটক করে। শনিবার দুপুরে তাদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

 

আটককৃত দুজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫