|
প্রিন্টের সময়কালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০৭:৩৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ মার্চ ২০২৫ ১২:০৮ অপরাহ্ণ

বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাবাহী ট্রলার ডুবি: ২৫ জন উদ্ধার, বিজিবি সদস্য নিখোঁজ


বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাবাহী ট্রলার ডুবি: ২৫ জন উদ্ধার, বিজিবি সদস্য নিখোঁজ


মঈনুদ্দীন শাহীন ( ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-

 

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকায় মিয়ানমার থেকে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গাবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। শুক্রবার (২১ মার্চ) ভোরে ঘটে যাওয়া এই ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উদ্ধারকাজ পরিচালনার সময় বিজিবির এক সদস্য নিখোঁজ হয়ে যান।
 

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, ভোরে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের কাছে একটি ট্রলার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় ট্রলারটির তলা ফেটে গেলে এটি ডুবে যায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং ২৫ জনকে জীবিত উদ্ধার করেন।
 

উদ্ধার অভিযানের সময় বিজিবির এক সিপাহী নিখোঁজ হন। তিনি টেকনাফের শাহপরীর দ্বীপ বিজিবি বিওপিতে কর্মরত ছিলেন।
 

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, "রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে।"
 

স্থানীয় বাসিন্দারা জানান, বিজিবির ওই সদস্য রোহিঙ্গাদের আটক করতে নৌকাটিতে ওঠেন। এর কিছুক্ষণ পরই সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। স্থানীয় জেলে ও বিজিবি সদস্যদের সহায়তায় ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করা গেলেও নিখোঁজ বিজিবি সদস্যসহ আরও কিছু রোহিঙ্গার সন্ধানে এখনো তল্লাশি চলছে।
 

এদিকে, ট্রলার মালিক মো. আমিন জানান, বিজিবির ওই সদস্য রোহিঙ্গাদের আটক করতে তার মাছ ধরার নৌকাটি ব্যবহার করেছিলেন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটি ডুবে যায়।
 

বর্তমানে বিজিবি ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজদের সন্ধানে সাগরে তল্লাশি চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫