বাগেরহাটে হত্যা মামলার পাঁচ আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

ঢাকা প্রেস
বাগেরহাট প্রতিনিধি:-
বাগেরহাটের রামপালে চলমান এক অভিযানে পুলিশ দুটি পাইপগান ও ছয় রাউন্ড গুলিসহ খুলনার আরিফ হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন:
- হুমায়ুন কবির ওরফে হুমা (৩৬): খুলনার ফুলতলা উপজেলার মহেশ্বরপাশা গ্রামের মতলেব শেখের ছেলে।
- ইসতিয়াক শাহরিয়ার (২৩): খুলনার ফুলতলা উপজেলার রমজান ঢালীর ছেলে।
- কাজী রায়হান (২১): খুলনার ফুলতলা উপজেলার কাজী নুরুল ইসলামের ছেলে।
- মো. আসিফ মোল্লা (২০): খুলনার ফুলতলা উপজেলার মো. ওবায়দুর রহমানের পুত্র।
- ইমন হাওলাদার: খুলনার ফুলতলা উপজেলার আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামপালের ফয়লাবাজার পুরাতন খেয়াঘাটের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ভাগা বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অবৈধ অস্ত্র ও গুলির কথা স্বীকার করেছে এবং আড়ংঘাটা থানায় একটি হত্যা মামলার সঙ্গে তাদের জড়িত থাকার কথাও বলেছে। তাদের রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫