|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ মার্চ ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ

ইপিজেডে সিটিজেন ফোরামের সভায় উপ পুলিশ কমিশনার: মব জাস্টিস ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবেই


ইপিজেডে সিটিজেন ফোরামের সভায় উপ পুলিশ কমিশনার: মব জাস্টিস ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবেই


ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-

 

সিএমপি ইপিজেড থানায় সিটিজেন ফোরামের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকায় স্থায়ী ও অস্থায়ীভাবে বসবাসরত নাগরিকদের বিভিন্ন সমস্যাবলী ও আগামী দিনে আইন শৃঙ্খলা নিয়ে করনীয় বিষয়ে মতবিনিময় সভা ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 


 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ সোহেল পারভেজ , বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন)  মাহমুদুল হাসান। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আখতারউজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ওসি তদন্ত (পুলিশ পরিদর্শক)মোঃ নজরুল ইসলাম,অপারেশনস অফিসার মোঃ মিজানুর রহমান,সিটিজেন ফোরামের সভাপতি  রোকন উদ্দীন মাহমুদ খলিল, সাধারন সম্পাদক মোঃ মজিবুল হক বকুল।


এতে আরো বক্তব্য  রাখেন ৩৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী'র  আমির  আবু মোকারম,   ইসলামি আন্দোলনের  আমির মোঃ জাহেদুল ইসলামি, সমাজসেবক ,সংগঠক মোঃ মোজাদ বারেক, মোঃ ইমরান খান, মোঃ শফিউল আজম শফি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড এলাকার‌ সচেতন নাগরিক সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি উপ পুলিশ কমিশনার (বন্দর জোন) বলেন, এলাকায় মব জাস্টিস, অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি ও সমাজের অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নাগরিক সমাজ কে পুলিশি সেবা এবং সহায়তায় আইন শৃঙ্খলা বাহিনী কে সহযোগিতা করতে বিশেষ অনুরোধ জানান। 


এছাড়া এলাকায় চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী এবং হঠাৎ করে অপরিচিত লোকের অবস্থান দেখা মাত্রই নিকটস্থ থানা পুলিশ, সিটিজেন ফোরামের নেতৃবৃন্দকে খবর দিয়ে আইন শৃঙ্খলা, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের কাছে অনুরোধ সহ পুলিশি টহল জোরদার এবং নিরীহ মানুষের সামাজিক নিরাপত্তায় পুলিশিং সেবা নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


পরিশেষে রমজানের তাৎপর্য বজায় রেখে দোয়া মাহফিল ও ইফতার পরিবেশন করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫